SPC থেকে নতুন নিয়মে কিভাবে আপনারা শপিং করবেন।

SPC থেকে নতুন নিয়মে কিভাবে আপনারা শপিং করবেন।আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন এসপিসি নিউজ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। বর্তমানে এসপিসি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে Withdraw সমস্যা তার পাশাপাশি এসপিসি থেকে পণ্য ক্রয় একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে আমরা Withdraw দিতে না পারলেও এসপিসি এজেন্টের কাছ থেকে মোটামুটি ভালো শপিং কিংবা প্রোডাক্ট কিনে আনতে পারতাম।


কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে এখন এজেন্টের কাছ থেকে আমরা কোন প্রকার প্রোডাক্ট পাচ্ছি না আবার কিছু এজেন্ট প্রোডাক্ট দিলেও তাদের ডাউনলাইন এর এসপিসি মেম্বারদের কে দিচ্ছে। নিজ জেলায় এজেন্ট থাকা সত্বেও তারা এজেন্ট এর কাছ থেকে প্রোডাক্ট পাচ্ছে না। কিছু কিছু এজেন্ট এমনও করছে তাদের শপে প্রোডাক্ট থাকলেও তারা তাদেরকে প্রোডাক্ট দিচ্ছে না।  আবার অনেকে এজেন্ট রয়েছে যাদের এজেন্টশীপ রয়েছে কিন্তু তারা কোন প্রকার প্রোডাক্ট তাদের দোকানে বা শপে রাখেনা। এমতাবস্থায় সাধারণ মেম্বাররা কোন কিছুই করতে পারতেছে না। একদিকে টাকা তুলতে পারতেছে না অন্যদিকে এসপিসি টাকা দিয়ে যে তারা কিছু শপিং করবে বা কিছু জিনিসপত্র কিনবে সেটা করতে পারতেছে না, আজকে আমি কিছু কথা বলব যে কারণে অনেকেই এজেন্ট থাকা সত্ত্বেও এজেন্টের কাছ থেকে প্রডাক্ট কিনতে পারতেছে ন। এজেন্ট তাদেরকে দিচ্ছে না। কেন দিচ্ছে না এবং কিভাবে আপনারা spc থেকে শপিং করবেন নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে বিষয়টি নিয়ে আলোচনা করব।


এজেন্ট কেন পণ্য দিচ্ছে না?

এজেন্ট কেন পণ্য দিচ্ছে না এই প্রশ্নটি অনেকেই করেছেন আসলে এজেন্টরা পণ্য দিচ্ছে এবং এসপিসি এজেন্ট সিস্টেম চালু করেছে শুধুমাত্র সাধারণ গ্রাহকদের জন্য। যেন গ্রাহকরা খুব সহজেই তাদের নিজস্ব জেলা থানা ভিত্তিক এজেন্টের কাছ থেকে খুব সহজেই লেনদেন করতে পারে এবং কেনাকাটা করতে পারে। তাহলে কেন এজেন্ট আপনাকে পণ্য দিচ্ছে না বা পণ্য কিনতে দিচ্ছে না। প্রথমত দীর্ঘদিন যাবৎ এসপিসি বন্ধ থাকার কারণে অনেকের অ্যাকাউন্ট এ বিপুল পরিমাণে টাকা জমা হয়ে রয়েছে। এবং সেই টাকা গ্রাহকরা তুলতে না পেরে অবশেষে প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং লকডাউন এর ভিতর অনেক গ্রাহক রয়েছে যারা এজেন্টের কাছ থেকে প্রচুর পরিমাণে পণ্য কিনে নেয়। যে কারণে অধিকাংশ এজেন্টের কাছে এখন পণ্য নেই বললেই চলে।


এখানে কিছু কিছু গ্রাহক রয়েছে যারা এজেন্টের কাছ থেকে  কই পণ্য অনেকগুলো অর্ডার করে নিয়ে গেছে। যার ফলে খুব কম সংখ্যক লোক শপিং করতে পেরেছে বা পণ্য পেয়েছে। ধরুন আপনি একজন ব্যক্তি যদি এজেন্টের কাছ থেকে 100 টি চায়ের প্যাকেট ক্রয় করেন তবে উক্ত এজেন্টের কাছে আর চায়ের প্যাকেট থাকবে না। যার ফলে ওই এজেন্টের কাছে অন্য কোন ব্যক্তি এই প্রোডাক্ট কিনতে গেলে সেই প্রোডাক্টটি আর খুঁজে পাবেনা। অধিকাংশ লোকের একাউন্টে 25 থেকে 30 হাজার টাকা অনেকেরই এক লক্ষ দুই লক্ষ টাকার বেশি শপিং ব্যালেন্স ছিল। যেহেতু টাকা তুলতে পারেনি তাই তারা এজেন্টের কাছ থেকে গাড়ি ভর্তি করে সকল পণ্য ক্রয় করে নিয়ে যায় চিন্তা করে দেখেন একজন ব্যক্তি যদি সকল পণ্য একজন এজেন্টের কাছ থেকে নিয়ে যায় আপনি বা আমি আরও যারা সাধারণ গ্রাহক রয়েছে তারা কিভাবে অন্যান্য প্রোডাক্ট কিংবা কিভাবে এজেন্ট আপনাকে পণ্য দিবে।


নতুন নিয়মে কিভাবে অ্যাপস পিসি থেক পণ্য ক্রয় করব।

নতুন নিয়মে আপনার পিসি থেকে পণ্য ক্রয় করতে পারবেন। আগে আমরা এসপিসি শপিং ব্যালেন্স দিয়ে এসপিসি থেকে পণ্য ক্রয় করতে পারতাম কিন্তু এখন নতুন আপডেট দেওয়ার পর আমাদের শপিং ব্যালেন্স গুলো একটি রেজিস্ট্রেশন পয়েন্ট নামে একটি পয়েন্টে যুক্ত করা হয়েছে। যে পয়েন্ট টি দিয়ে শুধুমাত্র আপনারা এসপিসি একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন পয়েন্ট দিয়ে আপনারা কোন প্রকার পণ্য ক্রয় করতে পারবেন না। তার পাশাপাশি আরও একটি পয়েন্ট সিস্টেম করা হয়েছে সেটা হচ্ছে পারচেস পয়েন্ট। আপনারা যে কোন এজেন্টের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন। spc ব্যালেন্স ট্রান্সফার করার সময় আপনি নিচে দুটি অপশন দেখতে পারবেন। আপনি যদি পারচেস পয়েন্টে টাকাটি ট্রানস্ফার করতে চান তবে পারচেস পয়েন্ট সিলেক্ট করবেন। আর যদি আপনি এই পয়েন্ট রেজিস্ট্রেশন পয়েন্টে ট্রান্সফার করতে চান তবে রেজিস্ট্রেশন পয়েন্ট টি সিলেক্ট করবেন।

তারপর আগের নিয়মে আপনারা শপিং করতে পারবেন। তবে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে পরবর্তী আপডেটের আগে আপনারা চাইলে আপনাদের শপিং ব্যালেন্স দিয়ে শপিং করতে পারবেন। অর্থাৎ রেজিস্ট্রেশন পয়েন্ট দিয়ে বর্তমানে শপিং করা যাচ্ছে।


কোন এজেন্টের কাছ থেকে পণ্য ক্রয় করব।


এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইকুন এজেন্টের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারব। আমি আমার ডাউনলাইন এর এজেন্ট  ছাড়া কি ক্রয় করতে পারব না? আমি নিজ জেলা ছাড়া কি অন্য কোন জেলার এজেন্টের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারব? আপনাদের সকলের উত্তর আমি দিয়ে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোন জেলার যেকোনো এজেন্টের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন। তবে আপনার জন্য সবচেয়ে ভাল হবে আপনার নিজ নিজ জেলা বা থানার এজেন্টের কাছ থেকে পণ্য ক্রয় করা। এতে করে কি হবে আপনি চাইলেই খুব সহজে উক্ত এজেন্টের দোকানে গিয়ে সরাসরি পণ্যটি ক্রয় করতে পারবেন। যদি আপনার জেলা বা আপনার থানায় spc কোন এজেন্ট না থেকে থাকে তবে আপনি এসপিসি অ্যাপস এর ভিতর এজেন্টের লিস্ট থেকে আপনার কাছাকাছি যেকোনো এজেন্টের মাধ্যমে  পণ্য ক্রয় করে নিতে পারবেন। 


আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব আরও একটি নতুন আর্টিকেল নিয়ে  এসপিসি নিউজ এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসপি সম্পর্কে সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি কে ফলো করে রাখবেন। ধন্যবাদ 


Post a Comment

0 Comments