রিং আইডি কি? এবং রিং আইডি এর বর্তমান পরিস্থিতি কি?

আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে রিং আইডি এর বর্তমান পরিস্থিতি কেমন? এখন কি রিং আইডি তে একাউন্ট খোলা ঠিক হবে?, কমিউনিটি জবসে ইনভেস্ট করাটা ঠিক হবে?, তাছাড়া অনেকে জিজ্ঞাসা করেছেন এজেন্টরা ঠিকমত withdraw দিচ্ছে কিনা এবং অফিস থেকে সরাসরি নেওয়া যাচ্ছে কিনা।  আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন। আজকে আপনাদেরকে রিং আইডির বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিব এবং এটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 


রিং আইডি কি?

রিং আইডি হল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এর মত রিং আইডি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেখানে খুব সহজে ভিডিও কল, অডিও কল এবং এসএমএস তা ছাড়াও বিভিন্ন পোস্ট ইত্যাদি ফেসবুকের মতো সকল ফিচার সহ আরো বিভিন্ন ফিচার লাইভে আসা ইত্যাদি ইত্যাদি একের ভিতর অনেক গুলো ফিচার নিয়ে এই রিং আইডি অ্যাপ্লিকেশন। রিং আইডি বাংলাদেশের বহুল পরিচিত এবং ব্যবহৃত একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। 


রিং আইডির কমিউনিটি জবস কি?

রিং আইডি কমিউনিটি জবস হল এমন একটি অনলাইন জব যেখানে আপনি কাজ করে ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবেন। এই কমিউনিটি জবসে বিভিন্ন ক্যাটাগরির রয়েছে অর্থাৎ বিভিন্ন প্যাকেজ রয়েছে। আপনি যেকোনো একটি প্যাকেজ বাছাই করে সেই প্যাকেজ একটিভ করে এখানে এড দেখার মত কিছু কাজ করে প্রতিদিন আয় করতে পারবেন। রিং আইডির কমিউনিটি জবস প্রবাসীদের জন্য ভালো একটি মেম্বারশিপ রয়েছে। প্রবাসীরা চাইলে প্রবাসে থেকে রিং আইডির কমিউনিটি জবস থেকে একটি প্রবাসী মেম্বারশিপ কিনেও রিং আইডি থেকে কাজ করে ইনকাম করতে পারবেন।


রিং আইডির বর্তমান পরিস্থিতি কি?

রিং আইডি এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনারা জানেন রিং আইডির কমিউনিটি জবস দীর্ঘ সাত থেকে আট মাস যাবত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং এই সাত থেকে আট মাসে রিং আইডি কমিউনিটি জবস কোন প্রকার সমস্যা সম্মুখীন হতে হয় নি। সাধারণ যারা গ্রাহক রয়েছেন তারা খুব সহজেই রিং আইডি থেকে পেমেন্ট পাচ্ছিলেন এবং সঠিকভাবে কাজ করতে পেরেছেন। কিন্তু বর্তমান সময়ে রিং আইডির কিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে এবং উইথড্র বা পেমেন্ট নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। কি কি সমস্যা হচ্ছে চলুন জেনে নেই।অফিস উইন্ডো দিতে লেট করছে।

  •  ১০ দিনের ভিতরে উইথড্রো দেওয়ার কথা থাকলেও ১০ দিনেও গ্রাহক টাকা পাচ্ছে না।
  •  সাধারণ গ্রাহক এজেন্ট দের কাছে উইথড্রো দিতে পারছেন না।
  •  গ্রাহক এজেন্ট দের কে উইথড্রো দিলে এজেন্টরা ডিনাই করে দিচ্ছে।
  •  অনেক এজেন্টরা গ্রাহকের টাকা দিচ্ছে না।
  •  এজেন্টরা মেম্বারশিপ বিক্রি না করতে পারায় উইথড্র অফ করে দিয়েছে।
  •  তিন দিনে এজেন্ট উইথড্রো দেওয়ার কথা থাকলেও গ্রাহক তিনদিনে টাকা পাচ্ছেন না।
  • অনেক এজেন্ট সাধারণ গ্রাহকদের কে রিকুয়েস্ট একসেপ্ট করে তাদের এসএমএস বা ফোন এর রিপ্লাই দিচ্ছে না।

ইত্যাদি আরো অনেক অভিযোগ সাধারণ গ্রাহকদের রয়েছে যা আমি উপরে উল্লেখ করলাম তা ছাড়াও আরও অনেক অনেক অভিযোগ রয়েছে আপনারা চাইলে তাদের ফেসবুক পেইজ অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনারা যদি ঢুকেন তাহলে গ্রাহকদের এ ধরনের অভিযোগ আপনারা দেখতে পারবেন। এমনটা না যে সকলেই টাকা পাচ্ছেন না এটা কিছুদিন যাবত হচ্ছে আশা করি এই সমস্যা গুলো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। বর্তমানে উইড্রো সমস্যাটা রয়ে গিয়েছে তবে খুব দ্রুত এটির সমাধান হলে সবচেয়ে ভালো হবে সাধারণ গ্রাহক উইড্রো দিতে পারবে এবং এজেন্টরাও ঠিকমতো উইথড্রো দিবে। বর্তমানে এজেন্ট সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে তাই উইড্রো দিতে আশাকরি কোন প্রবলেম হবেনা। 


এজেন্ট withdraw দিব নাকি অফিস withdraw দেবো?

অনেকেই চিন্তা করেন এজেন্ট উইথড্র দেওয়া সবচেয়ে ভাল হবে নাকি অফিস withdraw দেওয়াটা সবচেয়ে ভালো হবে? আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দেবো তারপর আপনি নিজেই ডিসিশন নেবেন যে আপনি কোন উপায় উইথড্র দিবেন। প্রথমেই বলে রাখি অফিস উইথড্র দিলে বর্তমান পরিপ্রেক্ষিতে আপনার রিকুয়েস্ট একসেপ্ট হতে হতে প্রায় 20 থেকে 25 দিন লাগবে। অর্থাৎ আজকেও দিলে আপনি প্রায় 20 থেকে 25 দিন পর টাকা পাবেন। অন্যদিকে আপনি যদি এজেন্টদের মাধ্যমে উইড্রো রিকুয়েস্ট দেন তবে এজেন্ট দের নিয়ম অনুসারে আপনাকে সর্বোচ্চ 72 ঘন্টা অর্থাৎ তিন দিনের ভিতরে আপনাকে টাকাটা দিয়ে দিবে  কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে এখানে তিনদিনে গ্রাহকরা টাকা পাচ্ছেন না উপরন্তু এজেন্টরা রিকোয়েস্ট ক্যানসেল করে দিচ্ছেন। সাময়িক সমস্যার কারণে এ ধরনের সমস্যার সম্মুখীন সাধারণ গ্রাহকদের হতে হচ্ছে তাই আপনি কোন উপায় দিবেন সেটা আপনি ডিসাইড করুন।


আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো হাজির হব আরও একটি নতুন আর্টিকেল নিয়ে সেই পর্যন্ত এসপিসি নিউজ এর সাথেই থাকুন। আপনি যদি এ ধরনের আরও আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি কে ফলো করে রাখবেন। আরো বিস্তারিত জানতে আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন। ধন্যবাদ।


Post a Comment

0 Comments