এসপিসি হাতিয়ে নিয়েছে 600 কোটি টাকা এমনই এক সংবাদ প্রকাশ করেছেন সংবাদমাধ্যম সময় টিভি। ৭ তারিখ 6 মাস ২০২১ তারিখে সংবাদটি প্রকাশ হবার পরপরই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে তুমুল আলোচনা ওঠে। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিঃ কে নিয়ে এই সংবাদটি রীতিমত ভাইরাল হয়ে যায়। বলা হয় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিঃ হাতিয়ে নিয়েছে 600 কোটি টাকা। এসপিসি ডেসটিনির মতো ব্যবসা পরিচালনা করে ই-কমার্সের নামে অবৈধভাবে এমএলএম ব্যবসা পরিচালনা করে এবং তাদের ঝুলিতে তুলে নিয়েছে 600 কোটি টাকা। আবার সেই টাকা নাকি তারা বিদেশে পাচার করেছেন বিটকয়েনের মাধ্যমে। অর্থাৎ তারা তাদের টাকা বিটকয়েনে কনভার্ট করে বিদেশে পাচার করে দিয়েছে।
SPC কম্পানি হাতিয়ে নিয়েছে ৬০০ কোটি টাকা
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি এসপিসি নিউজ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এসপিসি কে নিয়ে যে নিউজটি প্রকাশ করা হয়েছে এ সময় টিভিতে সেই নিউজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই সংবাদটি কতটুকু সত্যতা বহন করে সেটা আমরা পর্যালোচনা করব। যথাযথ সত্য এবং সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা জেনে নেই।
SPC world express ltd MLM ব্যবসা পরিচালনা করে ?
হ্যা SPC world express ltd কোম্পানি এমএলএম বিজনেস ব্যবসা পরিচালনা করে। একটি সুন্দর উদাহরণ হল আপনারা যদি SPC world express ltd অ্যাপ্লিকেশন এর ভিতরে লগইন করেন বা যারা পিসি তে কাজ করেন তারা খুব ভাল করেই জানেন যে আপনি যদি একটি একাউন্ট খুলেন তবে ওই অ্যাকাউন্টের নিচে তিনটা স্তর রয়েছে যেটাকে এ বি সি টিম নামে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ একটি অ্যাকাউন্ট এর নিচে তিনটি ডানহাতি হাত রয়েছে। আর আমরা ভালো করে জানি যে এমএলএম বিজনেস মানে হচ্ছে মাল্টিলেভেল মার্কেটিং বাংলাদেশ যেটাকে বলা হয় ট্রি সিস্টেম বা গাছ আকৃতির সিস্টেম যেটার মধ্যে একটি গাছের অনেকগুলো ডাল থাকবে এবং ওই ডাল থেকে শাখা-প্রশাখা বের হবে। SPC world express ltd ঠিক তেমনটাই করা হয়েছে। এসপিসিতে একজন তিন জনকে জয়েন করাবে সে আবার আরও তিনটা একাউন্ট খুলবে বা আরেক জনকে জয়েন করাবে এভাবে গাছের মতো ডালপালা ছড়াতে থাকবে। তাই আমরা খুব সহজেই বলতে পারি যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিঃ একটি এমএলএম কোম্পানি তাছাড়া এসপিসি নিজেও তাদের অ্যাপ্লিকেশন এর ডিটেলস অপশনে তাদের কোম্পানিটিকে এমএলএম বিজনেস নামে আখ্যায়িত করেছেন। তাই নিঃসন্দেহে বলা যায় সময় টিভির নিউজ এমএলএম ব্যবসার কথাটি একদম সত্য।
SPC world express ltd ২০০ কোটি টাকা বিদেশে পাচার।
এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিঃ ২০০ কোটি টাকা বিটকয়েনের মাধ্যমে বিদেশে পাচার করেছেন এমনটাই উঠে এসেছে সময় টিভির অনলাইন পত্রিকায়। এই বিষয়টি কতটা যৌক্তিক চলুন জেনে নেই। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির সিইও জনাব আলামীন প্রধান বিটকয়েনে 200 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। গত নভেম্বর মাসে আলামীন প্রধান জামিনে বের হয়ে আসে এবং এরপর থেকেই তারা বাংলাদেশী টাকা এক্সচেঞ্জ করে বিটকয়েন কিনে সেটি অনলাইনের মাধ্যমে বিদেশে পাচার করেছে বলে এমনটাই অভিযোগ করেছেন সময় টিভি। সময় টিভি আরো বলেছেন আলামিন প্রদান এবং তার সহযোগী ঢাকার ডলার ব্যবসায়ীদের কাছ থেকে এ ধরনের কার্যকলাপ করেছেন বলে জানা গেছে। আলামিন প্রদান বর্তমানে বাংলাদেশে বিটকয়েন মাফিয়া হয়ে উঠেছেন বলে আখ্যায়িত করেছেন। এ বিষয়টি নিয়ে মারকেটিং ডিরেক্টর অর্জুন চ্যাটার্জির সাথে কথা বললে তিনি জানান এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ নেই তাই এই বিষয়টি আমরা কনফার্ম করতে পারছিনা। তবে যেহেতু একটি নিউজ পেপার নিউজ প্রকাশ করেছে তাই এখানে পুরোপুরিভাবে ভিত্তিহীন বলাটা আমাদের উচিত হবে না।
Spc সময় টিভির প্রকাশিত নিউজ সম্পর্কে কোম্পানির বক্তব্য।
সময় টিভির নিউজ এসপিসি বক্তব্য নেওয়ার জন্য আলামিন প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। অসংখ্যবার কল দেওয়ার পরেও এসপিসির সিইও আলামিন প্রদান তাদের ফোন রিসিভ করেনি। নাম্বার অপরিচিত হয় ফোন না ধরায় পরবর্তীতে পরিচিত নাম্বার দিয়ে কল দেওয়ার পর আলামিন প্রদান কলটি রিসিভ করে এবং এসকল সম্পর্কে জানতে চাইলে তিনি পরবর্তীতে সময় দিয়ে ফোনটি কেটে দেন। পরবর্তীতে আলামিন প্রধানকে ফোন দিয়েও ফোনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সময় টিভি। পরে এসপির মারকেটিং ডিরেক্টর অর্জুন চ্যাটার্জির সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। তিনি আরো বলেন এই সকল বিষয় শুধুমাত্র ব্যবস্থাপনা পরিচালক আলামীন প্রধান বলতে পারবেন। পরিশেষে তিনি আরো বলেন আলামিন প্রধানের সাথে মিটিং করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। বিটকয়েন এবং অন্যান্য বিষয়গুলো জানতে চাইলে তিনি জানান যে এগুলো ভিত্তিহীন এবং সঠিক নয়।
Spc কম্পানির 7 Star মেম্বারদের বক্তব্য।
এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিঃ বড় অংকের বিনিয়োগকারী সেভেন স্টার এর বক্তব্য হল কম্পানি নামে সময় টিভি বেহুদা এবং ভিত্তিহীন নিউজ প্রকাশ করে চলেছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা এবং সভা হয়েছে যাতে এই বিষয়টি সঠিক এবং সুন্দর সমাধান হয়। এবং আমরা এর সমাধান করে ফেলেছি আপনারা এ বিষয় নিয়ে আর চিন্তা করবেন না পরবর্তীতে আর কোনো প্রকার ভুয়া এবং ভিত্তিহীন নিউজ প্রকাশ করবে না কোন পত্রিকা বা টেলিভিশন। তিনি আরো আশ্বাস দেন এসকল নিউজ আর কখনোই প্রকাশ করা হবে না। মাশরাফি বিন মর্তুজা কে নিয়ে যে সকল আইনি প্রক্রিয়া ছিল আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে সমাধান করা হয়েছে এবং বর্তমানে কোম্পানির সকল কিছুই চালু রয়েছে। তিনি আরো জানান আপনারা আপনাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যান কম্পানি আপনাদের সাথে আছে এবং থাকবে। কোনোক্রমে কোম্পানির কার্যকলাপ বন্ধ না করার জন্য জানিয়েছেন কোম্পানির 7 Star কর্মীরা।
ধন্যবাদ সবাইকে SPC News এর সাথে থাকার জন্য আজকে এ পর্যন্তই ভাল থাকবেন সুস্থ থাকবেন। এসপিসি ওয়াল্ড এক্সপ্রেস লিঃ নিয়ে সকল নিউজ সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি কে ফলো করবেন। ওয়েব সাইটের হোম পেজে ফলো বাটন রয়েছে ক্লিক করে এখনই ফলো করে নিন। সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। নিউজ ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
1 Comments
Thanks for your information
ReplyDelete