এসপিসি নতুন আপডেট অ্যাপস এর বিভিন্ন সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন বা অনেকের অনেক সমস্যা হয়েছে। অনেকের অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে না, বা অনেকের ডাউনলোড হলেও সেখানে লক আউট বাটন পাচ্ছেন না আবার অনেকেরই লগিং বাটন আসে কিন্তু লগআউট বাটন খুঁজে পাচ্ছেন না। অনেকের আবার অ্যাপস ইন্সটল দেওয়ার পর সেই অ্যাপসটি সাপোর্ট করছে না। অনেকের ফোন থেকে বারবার অ্যাপস থেকে বের করে দেওয়া হচ্ছে এসকল অনেক সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন তাদের এসকল সমস্যার আজকে আমি তুলে ধরব এবং এই সমস্যা গুলোর সমাধান আজকে দেওয়ার চেষ্টা করব।
এসপিসি নতুন অ্যাপ এ কাজ করতে সমস্যা হচ্ছে।
আমরা আগে এসপিসি যে অ্যাপস এ কাজ করতাম সে অ্যাপস এর ইন্টারফেস খুবই সিম্পল এবং অনেকটাই সহজ ছিল যে কারনে আমরা খুব সহজে এসপিসি ডেইলি ওয়ার্ক বা প্রতিদিনের কাজ খুব সহজেই করতে পারতাম। কিন্তু বর্তমানে একটি নতুন আপডেট আসার পর ইউজার ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে। যার ফলে আগের অ্যাপস থেকে নতুন অ্যাপসটি একদমই ভিন্নরকম হয়ে গেছে এবং সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সাধারণ যারা গ্রাহক রয়েছেন যারা। তারা এই অ্যাপ্লিকেশনটি মোটেও বুঝতে পারছেন না। নতুন অ্যাপসটি একদমই বাজে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। যার ফলে কেউ এই অ্যাপসটি কে পছন্দ করে নি প্লে স্টোরে অনেকেই এর রেটিং দিয়েছেন। যেখানে আগে ছিল রেটিং 4.5 এর উপরে এখন বর্তমানে রেটিং হয়ে গেছে 3.5 এর কাছাকাছি। এই রেটিং দেখার পর সেখানে অধিকাংশ কমেন্ট ছিল নতুন অ্যাপ্লিকেশনটি তাদের পছন্দ হয়নি। নতুন অ্যাপ্লিকেশনটি অনেকটাই কঠিন হয়ে পড়েছে কাজ করতে অনেকেই প্রবলেম হচ্ছে অনেকের অ্যাপ্লিকেশনটি মোবাইলে সাপোর্ট করছে না এ ধরনের সমস্যা গুলো হচ্ছে বিধায় তারা রেটিংটা আসলে খারাপ করে দিয়েছে। উক্ত রেটিং দেখে একটা জিনিস বলা যায় যে নতুন অ্যাপ্লিকেশনটি মোটেও ভালো হয়নি আর এটাতে অনেক প্রবলেম রয়েছে আমি তাদের কাছে একটি আকুল আবেদন করব যে আগের অ্যাপ্লিকেশনে ফিরিয়ে নেওয়া হোক নতুন অপশন যোগ করার আগে ইউজার ইন্টারফেস সবচেয়ে বেস্ট ছিল।
নতুন অ্যাপস ইন্সটল হচ্ছে না ইনস্টল হলেও অ্যাপসের ঢুকছে না।
নতুন অ্যাপস ইনস্টল অনেকেরই হচ্ছে না তার প্রধান কারণ হলো নতুন অ্যাপসটি আপডেট করা হয়েছে। আপনারা জানেন কোন এপ্লিকেশন আপডেট করা হলে তার সাথে সাথে তাদের ভার্সন চেঞ্জ করা হয় অর্থাৎ তার সাথে নতুন কিছু যুক্ত করা হয় যার ফলে আগে রেপ্লিকেশন থেকে বর্তমান অ্যাপ্লিকেশনটি অনেকটা ভারী হয় অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন আগে যদি অ্যাপ্লিকেশনটি আধা কেজি হয়ে থাকে তাহলে এখন বর্তমানে অ্যাপ্লিকেশনটি 1 কেজি হয়ে গেছে। এখন আগে যে অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতেন আপনার ফোনটি ছিল এক জিবি র্যামের যার ফলে আধা কেজি বা 500mb নামের অ্যাপ্লিকেশনটি আপনার খুব সহজেই চলে যেতো বা ব্যবহার করতে পারতেন। কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশনটি আধা কেজি না হয় এক কেজি বা দুই কেজি করে দেওয়া হয়েছে মনে করেন এটা এখন 2gb রেম এর জন্য করে দেওয়া হয়েছে। কিন্তু আপনার ফোনটি সেই আগের এক জিবি র্যামের ই রয়ে গেছে। যার ফলে অনেকেরই সমস্যা হচ্ছে মানে অ্যাপসটি ইন্সটল হচ্ছে না হলেও অ্যাপসে ঢুকছে না, ঢুকলেও অ্যাপস থেকে বারবার বের করে দিচ্ছে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্টফোনের সাথে কম্ফোর্টেবল নয়। আপনার স্মার্টফোনের ধারণক্ষমতার সাথে এপ্লিকেশনটি চাহিদা মিলছে না বিধায় আপনার এপলিকেশন টি বার বার বের হয়ে যাচ্ছে বা ইন্সটল হচ্ছে না।
এর সমাধান কি?
এর সুন্দর এবং খুব সহজ সমাধান রয়েছে। যেহেতু আপনার স্মার্টফোনে ঘাটতি রয়েছে তাই এই স্মার্টফোনে আপনি এসপিসি আপডেট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন না। তাই এই স্মার্টফোনটি পরিবর্তন করে আপনার অন্ন যে স্মার্টফোনটি ভালো বা অধিক রেম রয়েছে বা আপডেট ভার্সন রয়েছে সেই ভার্সনের ফোনটি ব্যবহার করতে হবে তবেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে।
নতুন অ্যাপ্লিকেশনে লগআউট বাটন খুঁজে পাচ্ছিনা লগিন বাটন খুঁজে পাচ্ছিনা।
নতুন অ্যাপসে অনেকেই এসপিসি লগিং বাটন খুঁজে পাচ্ছেন না বা লগআউট বাটন খুঁজে পাচ্ছেন না। তারা কিভাবে এই সমস্যাটি সমাধান পেতে পারেন। প্রথমে আপনি আপনার এপলিকেশন টি আনইন্সটল করে দেন বা রিমুভ করে দিন। তারপর প্লে স্টোর থেকে নতুন করে এস পিসি আপডেট ভার্সনটি ডাউনলোড করুন অথবা ইন্সটল করুন। তারপর লগইন করে দেখুন এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। অধিকাংশ লোকের নতুন করে ইন্সটল দেওয়ার পর এই সমস্যাটির সমাধান হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এটার সমাধান হয় না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমেই চেক করতে হবে যে আপনার এই আইডিগুলো অন্যান্য ফোনেও একই সমস্যা হচ্ছে কিনা অন্য একটি ফোনে আপনার অ্যাকাউন্টে লগইন করে দেখেন যদি লগইন এবং লগআউট বাটন খুঁজে পান তবে মনে রাখবেন এটা আপনার স্মার্টফোনে কোন একটা সমস্যা। আর যদি লগইন এবং লগ আউট বাটন খুঁজে না পান তবে অবশ্যই এসপিসি অফিশিয়াল নাম্বারে কল করে আপনার সমস্যাটি তুলে ধরবেন অথবা অফিসে যোগাযোগ করবেন। এবং সেখান থেকে আপনাদের সমস্যার সমাধান দিয়ে দেওয়া হবে।
নতুন অ্যাপ্লিকেশন সাপোর্ট না করলে কি করবেন?
প্রথমেই বলে রেখেছি যে নতুন অ্যাপ্লিকেশনটি আগে এপ্লিকেশন থেকে অনেকটাই আপডেট করা হয়েছে। এবং নতুন ভার্সন দেওয়া হয়েছে আগের ভার্সন টি ছিল খুবই লো কোয়ালিটি এবং সেখানে গ্রাফিক্স সহ বিভিন্ন ব্যবহার করা হয়েছিল। যেটি ছিল খুবই অল্প অল্প সাইজের। আপনারা জানেন যে কোন একটা এপ্লিকেশন আপডেট করা হলে সেটার সাথে অনেক কিছু যুক্ত করা হয় যার ফলে আগের থেকে এপলিকেশন টি অনেকটাই ভারী হয়ে যায়। অনেক বেশি এম্বি হয়ে যায় যার ফলে পুরাতন অ্যাপসে বা যাদের ফোনের রেম খুবই কম বা যাদের লো কোয়ালিটির ফোন রয়েছে তারা এই অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়ার পর আর চালাতে পারেনা তাদের ফোনে অ্যাপ্লিকেশনটি সাপোর্ট করে না। সে ক্ষেত্রে নতুন কেনা নতুন ফোন ছাড়া অ্যাপ্লিকেশনটি ইউজ করা সম্ভব হয় না। আপনাদের সেটাই করতে হবে নতুন কোন ফোনে কাজ করতে হবে অথবা আপনার যদি একটি মাত্র ফোন থাকে তবে সেই ফোনটি চেঞ্জ করে নতুন ফোন নিতে হবে অথবা আপনার নতুন ফোনে এই অ্যাপস টি ইন্সটল করতে হবে যে ফোনের রেম বেশি এবং আপডেট ভার্সন গুলোতে আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।
আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো হাজির হব নতুন কোনো আরটিকেল নিয়ে সেই পর্যন্ত spcnews এর সাথেই থাকবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে ফলো করে রাখবেন। আপনি যদি আরও কিছু জানতে চান স্পিসি কোম্পানি সম্পর্কে তবে Spc withdraw update 2021 আর্টিকেলগুলো পড়তে পারেন।
1 Comments
ভাই আমি রাশেদ আজমি টেস্টিং এজেন্ট টাকা উইথড্র দিলাম পাই নি,,,তার নাম্ভারটা ফরওয়ার্ডিং দেকাচ্ছে,,,,
ReplyDeleteআবার এসপিসি তে টেক্রস করলাম,,,কোনো রেসপন্স নাই,,,কি করা যায়?