২০২২ সালের হাজার ১৯ তম এশিয়ান গেমসে যুক্ত করা হচ্ছে আটটি ই-স্পোর্টসকে। বাংলাদেশ ই-স্পোর্টস এর প্রতি বিগত বছরে তেমন গুরুত্ব না দিলেও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বর্তমানে। ই-স্পোর্টস যুক্ত হলে বাংলাদেশেই অর্জন করতে পারবে স্বর্ণপদক ( gold medal ) সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া তাদের এক মিটিংয়ে জানিয়েছেন আটটি গেমস ১৯ তম এশিয়ান গেমসে যুক্ত করা হচ্ছে ২০২২ সালে।
এশিয়ান গেমসে যেসব গেম থাকছে।
বর্তমান বিশ্ব ই-স্পোর্টস কে খুবই গুরুত্বের সাথে দেখছে। খুব শীঘ্রই আটটি ই-স্পোর্টস গেম এশিয়ান গেমসে থাকবে। তার জন্য দরকার শুধুমাত্র একটু ধৈর্য 2022 সালে প্রকাশ করা হবে গেমসগুলো। আটটি ই-স্পোর্টস গেমের লিস্ট ইতিমধ্যে এশিয়ান গেমস প্রকাশ করেছেন। চলুন জেনে নেই সেই আটটি ই-স্পোর্টস গেমগুলো কি কি।
- PUBG Mobile
- Dota 2
- Dream Three kingdom 2
- FIFA
- Hearthstone
- League of Legends
- Arena of Valor
- Street Fighter V
ই-স্পোর্টস কে কেন এশিয়ান গেমসে যুক্ত করা হচ্ছে?
জানলে অবাক হবেন যে এশিয়ান গেমসের ইতিহাসে এটি সর্বপ্রথম যেখানে মেডেল ইভেন্টের ভেতরে ই-স্পোর্টসকে যুক্ত করা হচ্ছে। এর আগে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষামূলক ভাবে সেখানে ই-স্পোর্টস সংযুক্ত করা হয়েছিল। ভালো সাড়া পাওয়া সফলতা পায় এবার মূল পর্বে তারা ই-স্পোর্টসকে যুক্ত করতে যাচ্ছে।
ই-স্পোর্টসে বাংলাদেশের অবস্থান কোথায়?
বর্তমান বিশ্ব যেখানে ই-স্পোর্টস কে কাজে লাগিয়ে স্বর্ণ পদক অর্জন করার চিন্তাভাবনা করছে ঠিক সেই সময়টাতে এসে বাংলাদেশ পাবজি, ফ্রী ফায়ার এবং বাকি গেমগুলোকে ব্যান করে দেয়া হচ্ছে। ই-স্পোর্টস এর বর্তমান মার্কেট দিন দিন বেড়েই চলেছে ধারণা করা যায় ভবিষ্যতে ই-স্পোর্টস দেশের বড় অবদান রাখবে। এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্পোর্টস কে নিয়ে লেখাপড়া এবং গবেশনা শুরু হয়ে গেছে। গুগলে ই-স্পোর্টস ইউনিভার্সিটি লিখে সার্চ দিলেই দেখা মিলবে অসংখ্য ইউনিভার্সিটি লিস্ট যেখানে প্রতিনিয়ত ই-স্পোর্টস কে প্রাধান্য দিচ্ছে তারা।
বাংলাদেশ ই-স্পোর্টস এর দিকে তেমন নজর দেয়নি। সাধারণভাবেই বাংলাদেশ খুবই দরিদ্র একটি দেশ। বর্তমানে কিছুটা সফল হলেও করোনা পরিস্থিতির কারণে দেশের পরিস্থিতি অনেকটাই বিকলাঙ্গ হয়ে গেছে। সেখান থেকে দাঁড়াতে বাংলাদেশকে অনেক ঝড়-ঝাপটা পার হতে হবে। এমনিতেই বাংলাদেশের ইকোনমিতে করোনা পরিস্থিতির কারণে বিরূপ প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশ সরকার ই-স্পোর্টস থেকে কিছুটা সরে গিয়েছেন বলা যেতে পারে। গতবছর বাংলাদেশ ই-স্পোর্টস এগিয়ে থাকলেও বর্তমানে পাবজি সহ বিভিন্ন গেম বন্ধ থাকায় সেটা এবার হবে বলে মনে হয় না। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হলে আবারও ই-স্পোর্টস এর প্রতি নজর দিবে সরকার।
বাংলাদেশের ই-স্পোর্টস এর অবদান কতটুকু?
গত বছর এ ই-স্পোর্টস বাংলাদেশ থেকে গ্লোবাল চ্যাম্পিয়নশিপে খেলেছিল যেটিকে এক প্রকার পাবজি মোবাইলের বিশ্বকাপ ও বলা যেতে পারে। ভারত, শ্রীলকা, পাকিস্তান, সাউথ এশিয়া, নেপালের মতো দেশগুলো সেখানে অংশগ্রহণ করেছিল এদের সাথে টক্কর দিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে চলে গিয়েছিল। কোন প্রকার সাপোর্ট না পেয়েও তারা এতদূর এগিয়ে গিয়েছিল এবার চিন্তা করুন যদি বাংলাদেশ ক্রিয়া সংস্থা থেকে ই-স্পোর্টস কে প্রাধান্য দেওয়া হয় তবে বাংলাদেশ ই-স্পোর্টস কতটা এগিয়ে যেতে পারবে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ই-স্পোর্টস সবচেয়ে বড় পদক অর্জনের জায়গা করে নিতে পারবে যদি বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়।
আরো পড়ুনঃ= বাংলাদেশের ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশে ই-কমার্স প্রতিষ্ঠান এর বর্তমান পরিস্থিতি
বর্তমান বিশ্বে ই-স্পোর্টসের কদর শুরু থেকেই রয়েছে। কিন্তু বাংলাদেশ ই-স্পোর্টসকে এতটা গুরুত্ব সহকারে দেখেনা। কারণ ই-স্পোর্টস নিয়ন্ত্রণ না করতে পারায় বাংলাদেশের এডুকেশনাল ফোর্স এর ওপর অনেকটাই বিরূপ প্রভাব দেখতে পাওয়া যায়। যার ফলে বাংলাদেশ সরকার ই-স্পোর্টস কে গুরুত্ব দেন না। দিন দিন যেমন ইন্টারনেটের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে তেমনি ছোট ছেলে মেয়েরাও গেমস এর প্রতি আকৃষ্ট হচ্ছে। যার ফলে ভবিষ্যতে দেশের ইকোনমিতে বিরূপ প্রভাব দেখতে পাওয়া যেতে পারে। তারপরও সরকার ই-স্পোর্টস এর দিকে নজর দিচ্ছেন যেখানে অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে। সঠিক গাইডলাইন এবং সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই বাংলাদেশকেও ই-স্পোর্টস এ অংশগ্রহণ করানো উচিত।
আশাকরি ই-স্পোর্টস সম্পর্কে ভালো কিছু আপডেট আপনারা জানতে পেরেছেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো হাজির হব নতুন কোন নিউজ অথবা টপিক নিয়ে। আর্টিকেলটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ
1 Comments
The King Casino: The New King & The World of Gaming
ReplyDeleteThe King Casino is herzamanindir.com/ the https://jancasino.com/review/merit-casino/ new place where the real money gambling is ventureberg.com/ legal in Florida https://septcasino.com/review/merit-casino/ and Pennsylvania. We love the new casino. https://septcasino.com/review/merit-casino/ We've got some great